p

Tuesday, 25 October 2011

ফেসবুক এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন সহজেই

আপনি চাইলে আপনার ফেসবুক এর পটভূমি পরিবর্তন করতে পারেন সহজেই।এর জন্য আপনাকে যা করতে হবে তা হলঃ
১। https://addons.mozilla.org/en-US/firefox/addon/stylish/ এই লিঙ্ক থেকে অ্যাড অনটি নামিয়ে নিন
২। অ্যাড অনটি ইন্সটল হলে এই লিঙ্ক এ যান

https://userstyles.org/styles/browse/facebook/
৩। এবার আপনার পছন্দমত যেকোনো একটি স্ক্রীন বেছে নিন।
৪। Install with Stylish এ ক্লিক করুন
৫। এবার দেখবেন আপনার চিরচেনা ফেসবুক বদলে গেছে।
৬। প্রয়োজনে ফায়ারফক্স রিস্টার্ট করে নিন।
আমি স্ক্রীনশট ভালভাবে দিতে পারি না তাই স্ক্রীনশট দিলাম না।তবে স্ক্রীনশট ছারাই এ কাজ করতে পারবেন।