p

Thursday, 20 October 2011

সর্বাধিক জনপ্রিয় ওয়েবসাইটের তালিকা দেখুন অ্যালেক্সায়

পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।

 
বর্তমানে সারা বিশ্বে কোন কোন ওয়েবসাইটের প্রতি মানুষের আগ্রহ বেশী ? বাংলাদেশ থেকেই বা কোন কোন ওয়েবসাইট সর্বাধিক ভিজিট করা হয় ? এই তথ্যগুলো হয়তো আপনি জানেন না।কিন্তু ’অ্যালেক্সা’ নামের একটি এই সকল তথ্যের খোজ রাখে।সারাবিশ্ব থেকে কোন ওয়েবসাইটগুলোতে মানুষ বেশী ভিজিট করছে তার তালিকা প্রকাশ করে।প্রতি মাসে শীর্ষ ৫০০টি ওয়েবসাইটের তালিকা প্রকাশ করা হয়।এছাড়া প্রতিটি দেশের শীর্ষ সাইটগুলোর নাম প্রকাশ করে ’অ্যালেক্সা’।
প্রথম আলোর ভক্তদের জন্য সুখবর হচ্ছে,বর্তমানে বাংলাদেশ থেকে দেখা শীর্ষ ১০০ সাইটের তালিকায় শুধুমাত্র প্রথম আলোরই রয়েছে ৪ টি সাইট।অ্যালেক্সা সর্ম্পকে বিস্তারিত জানতে ভিজিট করুন- www.alexa.com
Alexa তে www.pchelplinebd.com বর্তমান অবস্থান Traffic Rank in BD ৫০০+
আমরা নিশ্চই চাই আমাদের সবার প্রিয় একটি হেল্পফুল ব্লগকে এক ধাপ এগিয়ে নিতে
তাই আপনারা সবাই এলেক্সা তে রিভিউ দিন
তার জন্য প্রথমে এখানে http://www.alexa.com/siteinfo/pchelplinebd.com যান।
তারপর রেজিস্ট্রেশন করে লগ ইন করুন।
অথবা আপনি ফেসবুকের সাথে কানেক্ট করেও লগ ইন করতে পারেন।
তাহলে আর আপনাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না।