p

Wednesday, 26 October 2011

বিডি হ্যাকারস দের সহযোগিতায় হ্যাক থেকে মুক্ত হল বাংলাদেশ রেলওয়ের ও পুলিশের ওয়েবসাইটটি।


গুড লাক

বিডি হ্যাকারস

  • বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.railway.gov.bd হ্যাক হয়েছে ৩১/৮/২০১১ রাতে।গ্রেট ইন্ডিয়ানস হ্যাকারস নামের হ্যাককারীরা রেলওয়ের হোম পেইজে উল্লেখ করেছে যে বাংলাদেশের ওয়েবসাইট এ রেলওয়ের এর ব্যবস্থা দুর্বল ও আরো উল্লেখ করে ,কোন ফাইল নষ্ট করেনি।

  • কিন্ত,আজ আনুমানিক ভোর রাতে এর মধ্য ইন্ডিয়ান্স হ্যাকারসদের জবাব এ বিডি হ্যাকারস ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল সাইট এর সকল সমস্যাসমাধান দিয়েছে।বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটটি হ্যাক হওয়া ঘটনার পরপর পুলিশের ওয়েবসাইটটি (http://police.gov.bd) হ্যাক করে।কিন্তু, বিডি হ্যাকারস থেমে নেই সাথে সাথে ইন্ডিয়ান্স হ্যাকারসদের হাত থেকে দখলে করে নিয়েছে পুলিশের ওয়েবসাইটটি।বর্তমানে বাংলাদেশের পুলিশের ওয়েবসাইটটি আইটি লোক দ্বারা কাজ চলছে,২ দিন পর ঠিক হবে।ইন্ডিয়ান্স হ্যাকারস দের লজ্জা থাকলে আর কখনো আমাদের মত ছোট দেশে গুলোতে হ্যাকিং করতে সাহস পাবেনা।তাই,এমন অবস্থা যেন না হয় সে ধরনের বিশেষ ভুমিকা রাখতে হবে বাংলাদেশ সরকার এর ।আমি মনে করি,অটোমেটিক ভাবে ১৫ মিনিট অন্তর অন্তর ফাইল ব্যাকাপ থাকলে কোন হ্যাকিং কাজে আসেনা।

হ্যাকিং নিয়ে যারা কাজ করে এ সকল ভাই দের বলছি।মানুষের কল্যানে নিজেদের কাজে লাগান।আজ বাংলাদেশ গর্বিত কারন হ্যাকিং রোধে বিডি হ্যাকারস তাদের যোগ্যতা দেখিয়ে দিয়েছে।