p

Sunday, 16 October 2011

গ্রামীণ মডেমে ব্যবহার কারিদের জন্য বিশেষ খবর

ইন্টারনেটের ব্রটব্যান্ডের লাইন এখন পর্যন্ত দেশের সব জেলায় , থানায় পৌছায় নাই। তাই নেট ব্রাউজ এর সহজ এবং কার্যকরী ব্যবস’া হল মডেম ব্যবহার করা। এখানেও সমস্যা সব জায়গায় আবার হাই স্পিড নাই। তাই মোটামুটি স্পিডে নেট ব্রাউজ করার জন্য অধিকাংশ ব্যবহারকারী গ্রামীন মডেম ব্যবহার করেন। কিন’ আমাদের মত মানুষের কপাল সব সময়েই কষ্টের। সহজে কোন কিছু ই হয় না। ব্যবহার করবেন গ্রামীণ মডেম কিন’ কত মেগাবাইট ব্যবহার করেছেন আর কত মেগাবাইট এখন ও অবশিষ্ট আছে তা দেখতে হলে মডেমের সিম খুলে আবার মোবাইলে লাগাতে হয়। কি যন্ত্রনা বলেন। কোথাও শান্তি নাই। সেপ্টি রিমুভ অপশন থেকে মডেম রিমুভ করে । সিপিউর পিছন থেকে মডেম খুলে মোবাইল অফ করে। তারপর সিমলাগানো অন করা তার পর দেখতে হবে কত খরচ হইছে আর কত বাকি আছে। আজ আমি আপনাদের এই সমস্যার একটা সমাধান পাইলাম । চিন্তা করলাম আমি একা এই সমস্যা থেকে উদ্ধার হলেই তো হবে না। যাতে সবার উপকার হয় তাই সবার সাথে শেয়ার করলাম। নিচের দুইটি ডাউনলোড লিংক দেওয়া হলো যার যা মডেল সেই অনুযায়ী ডাউনলোড করে ইনেস্টল করেন। এবার ডেক্সটপ থেকে গ্রামীণফোন ইন্টারনেট পোগ্রাম টা চালু করেন। দ্যাখেন নতুন একটা অপশন যোগ হইছে সবার শেষে “USSD” ওটায় ক্লিক করেন এবার Enter the command code or select the command from the drop down list এই লেখার নিচে যে শরু ঘর টা পাবেন সেখানে ব্যালেন্স জানার কমান্ড লিখে সেন্ড এ ক্লিক করেন। আপার ব্যালেন্স দেখা যাবে। খারাব ভাল যা লাগে কমান্ড করে জানাতে ভুলবেন না।
HuaweiEG162G
HuaweiE1550
(ডাউনলোড এ ক্লিক করেন। যে পেইজ আসবে। তার উপরে skip add অপশন পাবেন। skip add এ ক্লিক করেন। ডাউনলোড বাটন পাবেন। ডাউনলোড করেন )