p

Monday, 17 October 2011

মিনি টিপসঃ উবান্টু চালুর সময় প্রতিবার পাসওয়ার্ড দেওয়া বন্ধ করে দিন।

আমরা অনেকেই যারা উবান্টু ব্যবহার করি তাদের মধ্যে অনেকেই নতুন। উবান্টু ইনস্টলের পর থেকেই প্রায় সময় প্রতিবার পাসওয়ার্ড চায়। অনেকের কাছেই এটা খুবিই বিরক্তিকর একটা ব্যপার। কিন্তু এটা খুব সহজেই Enable Automatic Login Active করে এই সমস্যাটা সমাধান করা যায়। তাই প্রথমে আপনাকে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যেতে হবে System এবং এরপর Administration। এরপর Login Window তে গিয়ে Security তে গিয়ে Enable Automatic Login এবং এরপর Select user ঠিক করে দিতে হবে। এরপর আপনাকে আর পাসওয়ার্ড দিতে হবে না।