p

Saturday, 29 October 2011

C Programming Language শিখুন (পার্ট -১৩)-Data input output

আজ আমি কিভাবে কম্পিউটারে একটি ডাটা Input করবেন ও কিবাবে Out Put বের করবেন তা নিয়ে বলব। আজকে দুটি Function নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে “getchar” আরেকটি হচ্ছে “putchar” Function.
getchar Function: getchar Function দ্বারা single character কম্পিউটারে input নেওয়া হয়। এটি একটি C library Function. এটি সাধারনত নিছের মত করে লিখা হয়।
character variable =getchar( );
getchar Function হচ্ছে স্টান্ডার্ড C I/O library এর একটি অংশ। এটি ইনপুট ডিভাইস যেমন Keyboard থেকে একটি সিঙ্গেল Character দেয়।   প্রোগ্রামের মঝে এটি নিচের মত করে লিখা হয়ঃ
char x;x= getchar();
এখানে char x; দ্বারা বুঝানো হয়েছে যে এটি একটি character type Variable. পরবর্তিতে x= getchar(); দ্বারা x এর মান ইনপুট ডিভাইস হতে নিবে। getchar Function দ্বারা multi character কম্পিউটারে input নেওয়া যায়।
putchar Function: putchar Function দ্বারা single character কম্পিউটারে দেখানোর জন্য ব্যবহার করা হয়।   এটি getchar Function অনুরুপ।এটি সাধারনত নিছের মত করে লিখা হয়।
putchar(character variable );
এটি ও স্টান্ডার্ড C I/O library এর একটি অংশ।  প্রোগ্রামের মঝে এটি নিচের মত করে লিখা হয়ঃ
char x;putchar(x);
getchar Function  এর মত এখানে char x; দ্বারা বুঝানো হয়েছে যে এটি একটি character type Variable. পরবর্তিতে putchar(x); দ্বারা x এর মান আউটপুট ডিভাইসে দেখাবে। putchar Function দ্বারা ও multi character কম্পিউটারে OutPut দেওয়া যায়।

উপরের প্রোগ্রামে একটি character variable  a নিয়েছি। এখন getchar Function দ্বারা যে সকল character কম্পিউটারে input নেওয়া হয় তাই putchar Function দ্বারা আপনাকে দেখাবে।

এ প্রোগ্রাম এ যে সকল Character ই input হিসেবে নিবে তার Upper case মানে বড় হাতের অক্ষর Output দিবে। আর বড় হতের দিলে ও বড় হাতের অক্ষর Output দিবে। তবে সংখা দিলে তাই Output দিবে।