p

Wednesday, 26 October 2011

বাংলাদেশী হ্যাকার TiGER-M@TE একসাথে ৭০০,০০০ সাইট হ্যাক করল । এটা বিশ্ব রেকর্ড ।

বাংলাদেশী হ্যাকার টাইগার ম্যাট Inmotion Hosting Server এর ৭০০,০০০ সাইট হ্যাক করল একযোগে । আর এটা  বিশ্বরেকর্ড । এর আগে বিশ্বের কোন হ্যাকার একসাথে এত গুলা সাইটকে কাপাতে পারে নি ।
প্রতিটা সাইট এ তার নিচের ছবিটি দিয়ে তাদের অস্তিত্ব জানান দেয় ।

tiger-m@te
এই সার্ভার এ Trinity FM, Blast Magazine এর মত ৭০০,০০০ সাইট হোস্ট করা ছিল । সব গুলার images directory ডিলিট করে index.php ফাইল টা আপ্লোড করে ।
হোস্টিং সার্ভার এর প্রথম মেসেজ ছিল তাদের গ্রাহক দের জন্য ,
"Dear Customer,
At around 4am EST, our system administration team identified a website defacement attack affecting a large number of customers. We are still investigating, but it appears that files named index.php have been defaced.
If you have a backup of your site, you may upload your index.php files to correct this. You may need to do this for each directory. If your site uses an index.html or index.htm, you will need to upload those files, then delete the index.php."

আর তারপর কিছু ঘণ্টা পর "Systems has been successful in restoring a portion of the affect sites. They are refining their repair method now and should be able to begin deploying the update to additional sites shortly. Please bear with us for another 1 hour when we feel we will have more information to share."
যদিও ঐ সময়ে ৬৫ ভাগ এর মত রিস্টোর করতে পেরেছে ।
জানিয়ে রাখা ভাল , তিনি বিগত সময়ে গুগল বাংলাদেশ হ্যাক করেছিল ।
google bangladesh defaced
তার সাক্ষাতকার টা নিচে দিলামঃ
প্রশ্নঃ আপনার সম্পর্কে কিছু বলুন ।
টাইগার ম্যাটঃ আমি TiGER-M@TE । জাতিয়তা বাংলাদেশি । আমি ২০০৭ থেকে হ্যাকিং করছি । আর আমি একাই হ্যাকিং করি । আমি সার্ভার হ্যাক করতে পছন্দ করি , ওয়েব এপ্লিকেশন না । আর আমি সাধারনত ০ দিন সময় ব্যয় করি ।

প্রশ্নঃ আপনি কি জানুয়ারী ৮, ২০১১ তে google bangladesh হ্যাক করেছিলেন?
উত্তরঃ আমি শুধু গুগল না , ইয়াহু , এভাস্ট , ক্যাস্পারেস্কি , মাইক্রোসফট বিং , এই গুলার লোকাল ডোমেইন ও হ্যাক করেছি ।

প্রশ্নঃ আপনি কিভাবে গুগল হ্যাক করলেন?? একটু বলবেন কি?? এটা অনেক হ্যাকার এর কাছেই মূল্যবান প্রশ্ন ।
উত্তরঃ আচ্ছা , এটা DNS হাইজাক ছিল , DNS পয়জন না ।

প্রশ্নঃ আপনি কি কোন পরিবর্তন বা কোন ফাইল মুছে ফেলেছেন?
উত্তরঃ এটা আসলে ছিল DNS হাইজাক । তাই এর সার্ভার এ কোণ ক্ষতি হয় নি ।

প্রশ্নঃ আপনি কি এই হ্যাকিং করার পর নিশ্চিত যে , আপনার কিছু হবে না ।
উত্তরঃ এটা নির্ভর করবে BTCL কেমন পারফেক্ট

প্রশ্নঃ আপনি নিজের কোন হ্যাকিং নিয়ে গর্ব করেন ?
উত্তরঃ আমি সেই ব্যাক্তি , যিনি , এয়ার্টেল , এমিরিকান এক্সপ্রেস হ্যাক করেছি ।

প্রশ্নঃ কোন মেসেজ , আপনার ফ্যান দের জন্য??
উত্তরঃ All i can say to my fans,"try to write your own code, rather than using someone else's code and exploits.This will help you to gain whatever you want and before doing things, know every stuffs and how those things work.Hacking is all about Knowledge and skills."