p

Sunday, 16 October 2011

USB পোর্ট থেকে ডাটা চুরি বন্ধ করুন!

USB Port সঙ্গে খুব সহজেই কোন স্টোরিজ ডিভাইসকে জুড়ে দেওয়া যায় । আর এভাবেই ব্যাক্তিগত ও প্রাতিষ্ঠানিক কম্পিউটার থেকে চুরি হয়ে যাচ্ছে ডাটা । তাই আপনার কম্পিউটারের USB পোর্ট নিয়ন্ত্রণ করার উপায় ।
আমরা অনেক সময় USB পোর্ট নিয়ন্ত্রণ করার জন্য BIOS থেকে USB পোর্ট কে Enable বা Disable করে থাকি । অথবা Device Manager এ USB Port সিলেক্ট করে Disable করে দিই । এতে করে আমাদের কম্পিউটারের USB Keyboard , Warless Mouse , Digital Camera , Camcorder , Screener , USB Mice , Pinter সংযুক্ত করা যায় না ।এ জন্য আপনাকে Registry Setting পরিবর্তন করতে হবে ।
Registry setting পরিবর্তন আনার জন্য নিচের কাজগুলো করতে হবে ।
- ক্লিক করুন Start → Run → regedit- এ এবার এন্টার দিন ।
- অনুসন্ধান করে বের করুন
“ HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurentControlSet\Service\UsbSto”
- UsbSto কি-টি খুজে বের করে Start Value এর ওপর ডাবল ক্লিক করুন ।
- “Value Data “ এর USB স্টোরেজকে Disable করার জন্য ৪ আর Enable করার জন্য ৩ প্রবেশ করান ।