p

Sunday, 16 October 2011

ফোল্ডার ব্যাকগ্রাউন্ড এখন Windows-7 এ; সফ্টওয়ার ছাড়া আরো সহজে !!!

এর আগে আমি এই রকম একটা টিপস দিয়েছিলাম । আসলে আমি তখনও জানতাম না যে ওটা শুধু Windows XP তে কাজ করবে। পরে যখন অনেকে আমাকে বলতে লাগলো ওটা Windows-7 এ কাজ করে না। তখন ভাবতে থাকলাম কি করা যায় । সমস্যা হয়েছিল সারাদিন থাকি অফিসে; যেখানে সব পিসিতে Windows XP ব্যবহার করা হয়। আর বাসায় তো তিন বছর যাবৎ এক্সপি ব্যবহার করি । কারন আমার বাবাও এক্সপিতে কমফোর্ট ফিল করেন। পরে কোন উপায় না দেখে বাসায় Windows -7 ইনস্টল দিয়ে ব্যাপারটা বের করি । শুধু এই টিপসটা বানাবো বলে গত দুই সপ্তাহ যাবৎ Win7 ব্যবহার করিতেছি। যা হোক আসল কাজে যাওয়া যাক, দেখুন কিভাবে কোন প্রকার সফ্টওয়্যার ছাড়া ফোল্ডার/পেন-ড্রাইভের ব্যাকগ্রাউন্ড ১ মিনিটের মধ্যে পরিবর্তন করা যায়:-
১। আগের পোষ্ট থেকে নিয়মটি দেখে নিন , ( ফোল্ডার ব্যাকগ্রাউন্ড Windows XP )













২। এবার শুধু আগের কোডের পরিবর্তে নিচের কোডটি ব্যবহার করুন। ( Windows-7 )
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
ICONAREA_TEXT=365

[AveFolder]

IconArea_Image=\
Sihab.jpg
ShadowedText=1