সমপ্রতি চালু হয়েছে গুগল নিয়ন্ত্রিত সামাজিক যোগাযোগের নতুন সাইট গুগল প্লাস।
অনেকেই এখন গুগল প্লাস ব্যবহার করছেন।ইচ্ছে করলে আপনি গুগল প্লাস থেকে আপনার ফেসবুক বন্ধুদের স্ট্যাটাস দেখতে পারেন।এরজন্য আপনার ব্রাউজারে একটি প্রোগ্রাম (প্লাগইন) ইনস্টল করে নিতে হবে।প্লাগইনটি http://crossrider.com/install/519-google-facebook ঠিকানা থেকে ব্রাউজারে নামিয়ে নিন।এরপর ব্রাউজার পুনরায় চালু (রির্স্টাট) করুন ।এখন গুগল প্লাসে লগইন করুন ।খেয়াল করুন,হোম বাটনের পাশে ফেসবুকের একটি আইকন বাটন যোগ হয়েছে ফেসবুক বাটনে ক্লীক করে You will need to connect with Facebook to activate Google+Facebook অপশনের Connect with Facebook বাটনে ক্লীক করুন।এরপর একটি নতুন উইন্ডো আসবে।এখন ফেসবুকে লগইন করে Allow বাটনে ক্লীক করুন।এরপর থেকে আপনি গুগল প্লাসের ফেসবুক বাটনে ক্লীক করে বন্ধুদের ফেসবুক স্ট্যটাস দেখতে পারবেন।