p

Saturday, 10 September 2011

ফেইসবুক পেইজের সকল ফ্যানকে একসাথে ম্যাসেজ পাঠান !

ফ্যান পেইজের সকল ফ্যানকে একসঙ্গে ম্যাসেজ পাঠানো যায়। ও হ্যা যেই পেইজ থেকে ম্যাসেজ পাঠাতে চান আপনাকে অবশ্যই ঐ পেইজের এডমিন হতে হবে। প্রথমে পেইজটি ওপেন করে উপরে ডান পাশ থেকে Edit Page এ  ক্লিক করুন।

> এর পর বাম পাশের লিষ্ট থেকে Resources এ ক্লিক করে Send an Update ক্লিক করুন।
> এর পর সাবজেক্ট ও বার্তা লিখে Send বাটনে ক্লিক করুন।
ব্যাস এখন হাজার হাজার ফ্যানের কাছে এই বর্তাটি চলে যাবে নিমেষেই।
ধন্যবাদ সবাইকে, নিজে জানুন অন্যকে জানান। আর কমেন্ট করতে ভুলবেন না।